বিনোদন

ছয় বছর পর চলচ্চিত্রে গাইলেন এফ এ সুমন

দীর্ঘ বিরতির পর প্লেব্যাক করলেন কণ্ঠশিল্পী এফ এ সুমন। প্রায় ছয় বছর পর ‘কলঙ্ক’ ছবি দিয়ে চলচ্চিত্রে গাইলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন এম এ আউয়াল পিন্টু । ‘প্রিয়ারে প্রিয়ারে’ শিরোনামের একটি গানে ডুয়েট কণ্ঠ দিয়েছেন সুমন। তার সঙ্গে গেয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী হ্যাপি আফরিন। গানটির কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম ও সুর করেছেন মেহতাজ। মিউজিক করেছেন মুশফিক লিটু।ছবিটিতে প্লেব্যাক প্রসঙ্গে এফ এ সুমন বললেন, ছবিতে এর আগেও গান করেছি। ছয় বছর আগে ‘পাগল তোর জন্য রে’ নামের ছবিতে গেয়েছিলাম। অ্যালবামে গানের অনুভূতি আর চলচ্চিত্রে গান করার অনুভূতি সম্পূর্ণই আলাদা। ছবির জন্য গাইতে সমসয়ই বেশি ভালো লাগে। ‘প্রিয়া রে’ শিরোনামের এ গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা করছি।প্রসঙ্গত, গতকাল বুধবার (৯ নভেম্বর) মগবাজার শ্রুতি স্টুডিওতে ‘কলঙ্ক’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করছেন নবাগত শাহিল পারভেজ ও তানিন সুবাহ। আরো অভিনয় করবেন সাদেক বাচ্চু, আমজাদ হোসেন, আফজাল শরীফ, হাসান জাহাঙ্গীর রিপন, শাকিলা, শাহিন খান, রোজা, রেশ্মি ও একঝাঁক নতুন শিল্পী। ছবিটি প্রযোজনা করছে কাঁদামাটি চলচ্চিত্র।এলএ/এবিএস