দেশজুড়ে

সাগরে ৫ দিন ভাসমান দুই জেলে উদ্ধার

গভীর সাগরে পাঁচ দিন ভাসমান দুই জেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতরা হলেন নোয়াখালীর সুবর্ণচরের নিজাম উদ্দিন (৪০) ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সবা গ্রামের কামাল (৩৮)।নৌবাহির্নীর জাহাজ করতোয়ার পিট অফিসার মতিয়র রহমানের বরাত দিয়ে কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফায়েত উল্লাহ জানান, বাণিজ্যিক জাহাজ মার্সট শিপ সাগরে ভাসমান অবস্থায় এই দুই জেলেকে দেখে বুধবার রাত সাড়ে ১১টায় উদ্ধার করে।পরে বৃহস্পতিবার ভোর ৫টায় নৌবাহির্নীর জাহাজ করতোয়ায় এদের হস্তান্তর করা হয়। এদিন রাত ৮টায় প্রায় মুমূর্ষু অবস্থায় এই দুই জেলেকে নৌবাহিনীর সদস্যরা কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।ঘূর্ণিঝড় নাডার প্রভাবে শুক্রবার বিকালে ১৬ জেলে নিয়ে গভীর সাগরে নিমজ্জিত হয় হয় চট্টগ্রামের আশাদুল্লাহর ট্রলার এফবি খাজা গরীব নেওয়াজ। পরে নিজাম ও কামালসহ ৬ জেলে বয়া ধরে ভাসমান অবস্থায় থাকার পরে ক্ষুদা ও পানির তৃষ্ণায় চার জেলে মারা যায়। অন্য ১০ জেলের খবর এরা নিশ্চিত করতে পারেনি বলে জানান।কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জানান, কাকড়ার কামড়ে এদের শরীরে ক্ষত হয়ে গেছে। জরুরি ভিত্তিতে এদের উন্নত চিকিৎসার দরকার।নিজামের বাবা মোশারফ হোসেন ও কামালের বাবা শাহ আলম মুঠোফোনে জানান, ট্রলার নিমজ্জিত হওয়ার সংবাদ অন্য ট্রলারের মাধ্যমে জানতে পারেন তারা।বিএ