দেশজুড়ে

শীতে ফেরিতে রাডার লাগানো হবে : নৌমন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আসন্ন শীত মৌসুমে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ কমিয়ে ফেরিগুলো যাতে নিবির্ঘ্নে চলাচল করতে পারে সেজন্য প্রতিটি ফেরিতে ফগলাইটের পাশাপাশি রাডার লাগানো হবে। শুক্রবার বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ভাঙন কবলিত ঘাট এলাকা পরিদর্শনকালে মন্ত্রী একথা বলেন। এসময় মন্ত্রীর সঙ্গে  পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার অানিসুল ইসলাম মাহমুদ দৌলতদিয়ার ভাঙন কবলিত ফেরি ও লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেন।এছাড়া ৩টি মন্ত্রাণালয় এ ঘাটের সঙ্গে জড়িত। ঘাট কোন দিকে সরানো হবে সে বিষয়ে আগামী ১৪ তারিখে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও মন্ত্রী জানান। এসময় পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দৌলতদিয়া ঘাটের ভাঙন রোধে খুব তাড়াতাড়ি ৩ মন্ত্রাণালয়ের যৌথ প্রচেষ্টায় স্থায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শনে অামরা দেখেছি নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হওয়ায় এ ভাঙন হচ্ছে। অাশা করি অামরা এ ভাঙন রোধ করতে পারবো।পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ অাসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত অালী, জেলা প্রশাসক জিনাত অারা, পুলিশ সুপার সালমা বেগম, গোয়ালন্দ উপজেলা অাওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল মন্ডল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি এবিএম বাতেন প্রমুখ।রুবেলুর রহমান/এফএ/এমএস