উচ্চ আদালতের নির্দেশে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। শুক্রবার বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে বড়হর ইউনিয়র পরিষদ নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে। শনিবার বড়হর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছিল। এদিকে নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক বিক্ষুব্ধ জনতা ঢাকা-বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়া এলাকা রাস্তা অবরোধ করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে। খবর পেয়ে উল্লাপাড়া থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ ঘটনায় এই মহাসড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, নির্বাচন স্থগিতের খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী বিকেলে মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম বলেন, বড়হর ইউনিয়নের ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডে সীমানা নির্ধারণ ও ভোটার পুনর্বিন্যাসের দাবিতে স্থানীয় উলিপুর গ্রামের আনিস সরকারের ছেলে মোকাদ্দেস আলী চলতি বছরের ১২ ফেব্রুয়ারি উচ্চ আদালতে মামলা দায়ের করেন। আদালত বৃহস্পতিবার নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। এ কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/এমএস