দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ পুলিশ আহত

ব্রাহ্মবাড়িয়ায় সিএনজিচালিত অটোরকিশা ও জিপ গাড়ির মুখোমু্খি সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের রাধিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- আলাউদ্দিন (৩০), মহিউদ্দিন (৩০), কামরুজ্জামান (৩০) ও ফরিদা ইয়াসমিন (২৮)। তারা সবাই জেলার কসবা থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। আহতদের মধ্যে কামরুজ্জামানকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিরা জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে কসবা থানা পুলিশের ওই চার কনস্টেবল সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পরীক্ষা দিতে জেলা পুলিশ লাইনে আসেন।পরীক্ষা শেষে ফেরার পথে সদর উপজেলার রাধিকা এলাকায় অপর একটি জিপ গাড়ির সঙ্গে তাদের অটোরকিশার সংঘর্ষ হয়। এতে ওই চার পুলিশ সদস্য আহত হন।ওসি আরো জানান, দুর্ঘটনার পরপরই জিপ গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।আজিজুল সঞ্চয়/বিএ