অলিম্পিক ভিলেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে মাদারীপুরের শিবচরে পদ্মার চর পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।শনিবার সকালে এসব স্থান পরিদর্শনে যান সেনাপ্রধান। এ সময় বিওএ এর মহাসচিবসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস সেনাবাহিনী প্রধানের বরাত দিয়ে বলেন, তারা এখানে অলিম্পিক ভিলেজ ও আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই করার জন্যই মূলত এসেছেন। তবে চরের জায়গা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। পদ্মার ভাঙন ও ভৌগোলিক কারণসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পরে সিদ্ধান্ত নেয়া হবে এখানে অলিম্পিক ভিলেজ নির্মাণ করা যায় কিনা? এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনের মহাসচিব, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ কে এম নাসিরুল হক/এএম/এমএস