এক ঘন্টারও বেশি সময় বন্ধ থাকার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আপ-লাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত সোয়া ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান জাগোনিউজকে জানান, বিকল হওয়া ইঞ্জিনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সরিয়ে আনা হলে পুনরায় আপ-লাইনে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ নামক স্থানে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপ-লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।এএইচ/পিআর