গাইবান্ধার সাদুল্যাপুরে এক পুলিশ কর্মকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাতকড়া নিয়ে পালিয়েছেন বাবা মো. হাছেন আলী (৬০) ও ছেলে লাইচ মিয়া (৩৬)।শনিবার সন্ধ্যায় সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন (পশ্চিম দামোদরপুর) এলাকায় এ ঘটনা ঘটে।আহত পুলিশ কর্মকর্তা সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।আহত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, হাছেন আলী ও তার ছেলে লাইচসহ কয়েকজনকে আসামি করে জমি সংক্রান্ত ঘটনায় একটি মামলা করেন একই গ্রামের মৃত ওয়ারেশ মন্ডলের ছেলে হিরু মন্ডল। ওই মামলায় তাদের গ্রেফতার করতে সন্ধ্যায় এএসআই মমিনকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে হাছেন আলীকে গ্রেফতার করে হাতকড়া পড়ানো হয়। এসময় তার ছেলে লাইচ ও বাড়িতে থাকা নারীরা আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে। এক পর্যায়ে লাইচ ধারালো একটি দা দিয়ে তার ডান হাতে আঘাত করে বাবাকে নিয়ে পালিয়ে যায়।সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।জিল্লুর রহমান পলাশ/এআরএ/আরআইপি