দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আলহাজ আকবর আলী মর্জি এবং গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানীকে দল ও পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে দলীয় নেতাকর্মীরা জানান।সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিলুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ কাজী কেরামত আলীসহ জেলা কমিটির অন্য নেতারা।রুবেলুর রহমান/এফএ/এমএস