দেশজুড়ে

মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী পালিত

রাজবাড়ীতে বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ‘বিষাদ সিন্ধু’-এর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে বাংলা একাডেমি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে মীর মশাররফ হোসেন ও তার পরিবারের সদস্যদের কবরে ফুলের শ্রদ্ধা জানানো হয়।এরপর বেলা ১১টার দিকে বাংলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসক সৈয়দা নওশীন পণিনীর সভাপতিত্বে মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, বালিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক ভবেন্ত্রনাথ বিশ্বাস প্রমুখ।দীর্ঘদিন ধরে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রটি পর্যটন কেন্দ্র ও মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জেলাবাসীর। এ নিয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ ও মানববন্ধনের মতো কর্মসূচি পালিত হলেও আজও তাদের দাবি বাস্তবায়ন হয়নি। তাই এবারের জন্মদিনে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রটি পর্যটন কেন্দ্র ও মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজটিকে বিশ্ববিদ্যালয় ঘোষণার জোর দাবি স্থানীয়দের।এদিকে, মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রুবেলুর রহমান/আরএআর/আরআইপি