বাগেরহাটের মোড়েলগঞ্জের আলামীন হাওলাদার (১৮) নামের এক মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। চালিতাবুনিয়া গ্রামের হোসেন আলী হাওলাদারের ছেলে আলমীন ওলামাগঞ্জ এনইউ আলিম মাদরাসার আলিম শাখার আবাসিক ছাত্র। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে রোববার সকালে মোগেলগঞ্জ থানায় মামলা করেছেন। মোড়েলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে পুলিশ আলামীনের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শওকত আলী বাবু/এএম/এবিএস