গাইবান্ধার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সোহান মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজারের একটি মিলে এ ঘটনা ঘটে। সোহান মিয়ার বাড়ি নওগাঁ জেলা শহরে। সে স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সোহান মিয়া কাবিলের বাজারের একটি চিড়ার মিলের ম্যানেজার ছিলেন। রোববার দুপুরে চিড়ার মিল থেকে পাশের সেচের লাইনে সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সোহান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। মালিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আজম শাহ রুনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জিল্লুর রহমান পলাশ/এএম/এবিএস