মাদারীপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে লাভলী বেগম (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে শহরের কুকরাইল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতনন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত লাভলী শহরের পানিছত্র এলাকার মালয়েশিয়া প্রবাসী মিলন তালুকদারের স্ত্রী ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড়ের ননিখির গ্রামের নবা ভূঁইয়ার মেয়ে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় গৃহবধু লাভলী বেগমের মোবাইলে একটি কল আসলে বাসা থেকে বের হয় সে। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেলে থানায় জানায়। পরে রোববার সকালে শহরের কুকরাইলের একটি ইটভাটার পাশের পুকুর থেকে ওই গৃহবধূর মরহেদ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।মাদারীপুর সদর মডেল থানার এসআই প্রদীপ বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।এ কে এম নাসিরুল হক/আরএআর/আরআইপি