নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাচ্চু নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো ১০ যাত্রী আহত হয়েছেন। রোববার দুপরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া কালিকাপুর কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু নীলফামারীর ডোমার উপজেলার বামনিয়া গ্রামের মৃত ছায়েম উদ্দিনের ছেলে। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, ‘মা খাদিজা’ নামের যাত্রীবাহী বাস রোববার দুপুরে নাটোর বাস টার্মিনাল থেকে লালপুর যাচ্ছিল। নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর কৃষি কলেজ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে পড়ে যায়। এতে বাস যাত্রী বাচ্চু ঘটনাস্থলেই মারা যান।এ সময় অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। নিহত বাচ্চুর মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেজাউল করিম রেজা/এএম/এবিএস