দেশজুড়ে

জয়পুরহাটে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত গ্রেফতার

জয়পুরহাট-সান্তাহার সড়কের আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ি ব্রিজ এলাকায় রাশেদ নামে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার রাশেদ আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি চারটি ডাকাতি মামলার আসামি। এছাড়া আহত পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) আনিস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুর। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। জয়পুরহাট জেলা সিনিয়র পুলিশ সুপার অশোককুমার পাল জানান, সোমবার ভোরের দিকে আক্কেলপুর থানা পুলিশ প্রাইভেট সিনএনজিচালিত আটোরিকশা নিয়ে রাস্তায় নিয়মিত টহল দিতে গেলে ওই স্থানে ডাকাতেরা পাবলিক গাড়ি মনে করে পুলিশের গাড়ি আটক করে মারধর শুরু করে। এ সময় পুলিশ ছয় রাউন্ড গুলি করে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাশেদ নামে এক ডাকাতকে গ্রেফতার করতে পারলেও অন্য ডাকাতেরা পালিয়ে যায়। আহতাবস্থায় দুই পুলিশ সদস্যকে আক্কেলপুর হাসপাতালে চিকিৎসা এবং গুলিবিদ্ধ ডাকাতকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাশেদুজ্জামান/এফএ/আরআইপি