লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নিখোঁজের ৪০ দিন পর আব্দুল খালেক কবিরাজ (৪৫) নামের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুরে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় ধান ক্ষেতে এক ব্যক্তির কঙ্কাল দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন।নিহত আব্দুল খালেক উপজেলায় মধ্য গড্ডিমারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।এলাকাবাসী জানান, সোমবার দুপুরে ধান কাটতে গিয়ে এক ব্যক্তির কংঙ্কাল দেখেতে পেয়ে তারা হাতীবান্ধা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।নিহতের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, আব্দুল খালেক কবিরাজ প্রায় ৪০ দিন ধরে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। ধান ক্ষেতে তার পরনের কাপড় ও হাত ঘরি দেখে কঙ্কালটি শনাক্ত করা হয়েছে।হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।রবিউল হাসান/আরএআর/এসএম