দেশজুড়ে

সখীপুরে ভ্যানচাপায় গৃহবধূ নিহত

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানের চাপায় মিনা বেগম (৪২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার সকালে বেড়বাড়ি দাখিল মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনা বেগম উপজেলার যাদবপুর গ্রামের মামুদ আলীর মেয়ে। সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি মির্জাপুর উপজেলার দড়ানিপাড়া গ্রামে যাওয়ার পথে বেড়বাড়ি মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যান তাকে চাপা দেয়। এ সময় তার মাথা ফেটে ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয়রা নিহতের মরদেহ তার বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি। আরিফ উর রহমান টগর/এএম/এসএম