৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বেগম খালেদা জিয়ার সমাবেশে অনুমতি না দেয়ার প্রতিবাদে রাজবাড়িতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশ। এতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপির ব্যানারে দলীয় কার্যালয় থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় অাজাদী ময়দানের সামনে পুলিশি বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান লাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে সবুর শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু প্রমুখ। এ সময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অপরদিকে দুপুরে বিএনপির আরেক অংশ রাজবাড়ি জেলা বিএনপি, সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের ব্যানারে রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বটতলায় পথসভায় মিলিত হয়।পথ সভায় বক্তব্য রাখেন রাজবাড়ি জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রুবেলুর রহমান/এএম/এবিএস