সিরাজগঞ্জের কাজিপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট এবং স্বজনদের মারধর করেছে বখাটেরা। সোমবার দুপুরে উপজেলার গান্ধাইল ইউনিয়নের খুদবান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো বখাটেকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানায়, উপজেলার গান্ধাইলের খুদবান্দি গ্রামে নানার বাড়িতে ঢাকা থেকে বেড়াতে আসে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। সোমবার সকাল ১০টার দিকে ওই ছাত্রী তার খালার সঙ্গে উপজেলার উদগারী কলেজ দেখতে বের হয়। এ সময় স্থানীয় কৃষিজীবী সরোয়ার আলম বাদশার ছেলে উদগাড়ি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সজিবসহ বেশ কয়েকজন কলেজের সামনে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। মেয়েটির খালা ও মামা এ বিষয়ে প্রতিবাদ করলে বখাটেরা তাদের লাঞ্ছিত করে। পরে এ বিষয়ে তারা কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ দেন তারা। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে দুপুরে ওই শিক্ষার্থীর নানার বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট করে তারা। হামলায় শিক্ষার্থীর মা, নানা-নানীসহ বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমিত্র কুমার কুন্ডু বলেন, ঘটনাটি আমরা শুনেছি। স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।ইউসুফ দেওয়ান রাজু/এএম/এসএম