দেশজুড়ে

শরীয়তপুরে পদোন্নতি পেল ৯২ পুলিশ

শরীয়তপুর জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৯২ সদস্যকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাইনস মিলনায়তনে তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরান পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। পুলিশ সূত্রে জানা যায়, পদোন্নতি পাওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে উপপরিদর্শক (এসআই) পদে ১৮ জন, কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে ৭২ জন, কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক (এটিএসআই) পদে দুজন। মোট ৯২ জনকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) তানভীর হায়দার শাওন, ডিআইওয়ান আব্দুল বারি, পালং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান, পুলিশ লাইনের আর আই ইব্রাহিম।এএম/এবিএস