লক্ষ্মীপুরে লাহারকান্দির তালহাটি গ্রামে শামছুল ইসলাম (৩০) নামে এক কৃষক হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সাজা দেয়া হয়।মঙ্গলবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, লাহারকান্দির তালহাটি গ্রামের মৃত নবী উল্যার ছেলে জয়নাল আবেদীন (৬০) ও আবদুর ছবুরের ছেলে আবুল বাশার (৫০)। এছাড়া এ মামলার অপর দুই আসামি আবু সিদ্দিক ও পারুল বেগমকে খালাস দেয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, ১৯৯৬ সালের ২১ সেপ্টেম্বর সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দির তালহাটি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শামছুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পাঁচ আসামির মধ্যে আছিয়া খাতুন রোগাক্রান্ত হয়ে মারা যান।কাজল কায়েস/এফএ/এমএস