মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর এলাকা থেকে ৫শ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র্যাব-১১। এ সময় আটক দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভোরে জাটকাগুলো জব্দ করা হয়। র্যাব-১১ জেলার ভাগ্যকুল ক্যাম্পের সিনিয়র এএসপি মাসুদ আনোয়ার জানান, শ্রীনগরের পদ্মা পাড় থেকে পিকআপ ভ্যানে করে ওই জাটকা ইলিশ ঢাকায় নেয়া হচ্ছিল। পথিমধ্যে বালাশুর এলাকায় র্যাব সদস্যরা জাটকাসহ দুই জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক দুই জেলে সাদ্দাম হোসেন (২৮) ও আবুল কালামকে (৫২) পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস