দেশজুড়ে

কমলনগরে বাজার থেকে ৫ মণ জাটকা জব্দ

লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজার থেকে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে। এছাড়া পৃথক ঘটনায় এক জেলের ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। এর আগে মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা  শিকারের দায়ে মো. হেলাল উদ্দিন নামের এক জেলের দুই হাজার টাকা জরিমানা করা হয়। হেলাল উপজেলার চর কালকিনি গ্রামের নুর মোহাম্মদ পাটোয়ারির ছেলে।কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল কুদ্দুস  বলেন, বাজারে বিক্রির সময় পাঁচ মণ জাটকা জব্দ করা হয়। এসময় ওই জাটকা ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এর আগে মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার দায়ে জেলে হেলাল উদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সে দোষ স্বীকার করে। এতে তার জরিমানা করা হয় ।কাজল কায়েস/আরএআর/এমএস