২০ দলীয় জোটের চলমান আন্দেলনে পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীদের তালিকা চেয়েছে বিএনপি। রোববার বিএনপির চেয়ারপারসননের গুলশান কার্যালয়ের সামনে সরকার সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠন কর্তৃক চলমান হরতাল-অবরোধে আগুনে পুড়ে নিহতদের তালিকা টাঙ্গানোর পর এ তালিকা চওয়া হয়। এ সময় গুলশান কার্যালয় থেকে পেশাজীবীদের এরকম দলীয় মনোভাবের নিন্দা জানানো হয়েছে।জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টায় গুলশান কার্যালয়ের প্রধান ফটকের সামনে আগুনে পুড়ে নিহত ৫৪ জনের তালিকা টাঙ্গানোর পর গুলশান কার্যালয় থেকে পুলিশের গুলিতে বিএনপির নেতাকর্মীদের তালিকা টাঙ্গানোরও অনুরোধ করেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।এ সময় কার্যালয়ের দোতলা থেকে চিৎকার করে শায়রুল বলেন, পুলিশের গুলিতে বিএনপির যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তাদের তালিকা নিয়ে আসেননি কেন? হাসপাতালে পঙ্গুত্ব বরণ করে অনেকে স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের তালিকা কোথায়?তিনি আগত পেশাজীবীদের লক্ষ্য করে বলেন, সব ক্ষেত্রে অভিনয় মানায় না। আজ যেখানেই বিএনপির নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে সেখানেই পুলিশ নির্বিচারে গুলি করছে। কথিত বন্ধুকযুদ্ধের নামে নিরীহ লোকদেরকেও হত্যা করা হচ্ছে। এসব লোকদের তালিকা টাঙ্গানোর জন্য তিনি সরকার সমর্থিত এসব পেশাজীবীদেরকে অনুরোধ জানান।এমএম/বিএ/এমএস