দেশজুড়ে

ঐতিহ্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে

পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুরের ঐতিহ্য ধরে রাখতে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রীড়া মাসের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. দীপু মনি। দীপু মনি বলেন, যে দুটি জিনিসের মাধ্যমে সারা বিশ্বে আমাদের পরিচিতি তা চাঁদপুরে রয়েছে। জামদানি শাড়ি ও ইলিশ মাছের জন্য বাংলাদেশ বিখ্যাত। এর মধ্যে ইলিশের বাড়িই চাঁদপুরে। এটা গর্বের বিষয়। তিনি বলেন, চাঁদপুরের শিক্ষা, সাংস্কৃতিক ক্রীড়া, সারাদেশে এক সময়ে সুনাম ছিল। মাঝখান দিয়ে কিছুটা ব্যতয় ঘটলেও শিক্ষা সংস্কৃতি ক্রীড়ার ঐতিহ্য পুনরায় ফিরে আসতে শুরু করেছে। এর ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা পুলিশ সুপার শামসুন্নার, প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান প্রমুখ। ইকরাম চৌধুরী/এমএ/আরআইপি