ভারতের দেওয়া ৩০৮ রানের টার্গেট নিয়ে জয়ের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের শুরুতে ৪র্থ ওভারেই সামির বলে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন কুইন্টন ডি কক।ক্রিজে এসেছেন ফাফ ডু প্লেসিস। প্রোটিয়াদের হয়ে ব্যাটিংয়ে উদ্বোধন করতে নামেন হাশিম আমলা এবং কুইন্টন ডি কক।এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানের সেঞ্চুরি, মিডল অর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের ৭৯ রানের ওপর ভর করে ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩০৭ রান।মেলবোর্নে ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই রানআউট হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনের রোহিত শর্মা।এরপর শেখর ধাওয়ান আর বিরাট কোহলি ১২৭ রানের জুটি করে তবে প্রাথমিক ধাক্কা সামাল দেন। ৬০ বলে ৪৬ রান করে আউট হন বিরাট কোহলি। এরপর রাহানেকে সাথে নিয়ে ১২৫ রানের জুটি করেন ধাওয়ান।রাহানে ৬০ বলে ৭৯ রান করে আউট হন। শেষ দিকে অধিনায়ক ধোনি ১১ বলে ১৮ করলে ৩০৭ রানের বড় সংগ্রহ পায় ভারত। দক্ষিণ আফ্রিকার পক্ষে মরকেল নেন ২ উইকেট।উল্লেখ্য এখন পর্যন্ত বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। সবকটিতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।বিএ/আরআইপি