দেশজুড়ে

মানবতাবিরোধী অপরাধে ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনা মামলায় তদন্তের স্বার্থে কিশোরগঞ্জের তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।আসামিরা হলেন- কিশোরগঞ্জের গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন এবং আজহারুল ইসলাম।তদন্তের স্বার্থে তাদেরকে গ্রেফতারের প্রার্থনা জানিয়ে আনা আবেদনের ওপর শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। তিনি সাংবাদিকদের বলেন, এ তিন আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে মুক্তিযুদ্ধকালে হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ এবং নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাই তাদেরকে গ্রেফতার করতে আবেদন করা হয়েছিল। আবেদনের শুনানি শেষে তাদেরকে গ্রেফতারের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।আরএস/পিআর