দেশজুড়ে

দিনাজপুরে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ৩৩৬২৬

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার জেএসসি পরীক্ষায় ৩৩ হাজার ৬২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত, যা গত বারের তুলনায় ৩ হাজার ৬২০ জন বেশি। ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩০ হাজার ৬ জন।দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় এবার ২ লাখ ১১ হাজার ৬৫১ জন জেএসসি পরীক্ষায় অংগ্রহণ করার কথা ছিল । বৃহস্পতিবার জেএসসি পরীক্ষা শেষ হয়েছে। শেষ দিন পর্যন্ত উপস্থিত ছিল ২ লাখ ৮০ হাজার ৫২ জন পরীক্ষার্থী। এছাড়া দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৯৯ জন, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ৩ হাজার ৬৬৬ জন, ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ২ হাজার ৬৬৩ জন, ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ২ হাজার ৭০২জন, ধর্মশিক্ষা ও নৈতিক শিক্ষা পরীক্ষায় ২ হাজার ২৮৯ জন, তথ্য ওযোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় ২ হাজার ৩১৮ জন।এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় ২ হাজার ২৯৪ জন, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষায় ২ হাজার ২৮৪ জন, গণিত/সাধারণ গণিত পরীক্ষায় ২ হাজার ৫৪৯ জন, কর্ম ও জীবনমুখী শিক্ষা পরীক্ষায় ২ হাজার ৩০০ জন, বিজ্ঞান পরীক্ষায় ২ হাজার ৩৩১ জন, চারু ও কারুকলা পরীক্ষায় ২ হাজার ৩২৬ জন ও কৃষি শিক্ষা, গার্হস্থ্য ও আরবি পরীক্ষায় ২ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। যা গতবারের তুলনায় ৩ হাজার ৬২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত বেশি।দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানায়, এবছর সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে জেএসসি পরীক্ষা। কোন কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে অনুপস্থিত সংখ্যা আশংকাজনক। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, আমরা পরীক্ষার্থীর অনুপস্থিতিতে উদ্বিগ্ন। যা আমাদেরকে রিতিমতো ভাবিয়ে তুলেছে।এমদাদুল হক মিলন/এএম/এবিএস