দেশজুড়ে

কুড়িগ্রামে শিক্ষার্থীসহ ৪ শিক্ষক বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জেএসসি পরীক্ষায় শিক্ষার্থীকে অসদুপায়ে সহযোগিতা করার অপরাধে ৪ শিক্ষককে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়নাল হকের বিরুদ্ধে তার ছাত্রীর প্রশ্নপত্র ছিঁড়ে বাইরে নিয়ে যাওয়ার অপরাধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নবী নেওয়াজ। এছাড়া প্রশ্নপত্র বাইরে পাঠানোর অপরাধে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।জানা যায়, বৃহস্পতিবার ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে  কৃষিশিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা চলাকালীন সময়ে ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী মাহমুদা মিমকে পাঁচ নং কক্ষে প্রশ্নপত্র ছিঁড়ে বাহিরে পাঠার অপরাধে তাকে বহিস্কার করা হয়। একই সঙ্গে ওই রুমে দায়িত্ব পালনকারী তিন শিক্ষক আজোয়াটারী মাস্টারপাড়া উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সোহরাব আলী, কলমদারটারী সরকারপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক জীতেন্দ্র নাথ রায় ও ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মাহফুজার রহমান দায়িত্ব অবহেলার কারণে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবী নেওয়াজ বলেন, অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্র সচিবকে বলা হয়েছে।ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব আবেদ আলী খন্দকার জানান, অপরাধীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।নাজমুল হোসেন/এএম/এবিএস