দেশজুড়ে

ঝিনাইদহে ১০ মাসে ৮৫টি বাল্যবিয়ে বন্ধ

ঝিনাইদহের মহেশপুর মহিলা বিষয়ক অধিদফতর বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছে। গত ১০ মাসে ৮৫টি বাল্যবিয়ে বন্ধ ও ২৫টি বিয়েতে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।মহেশপুর মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দফতরটি সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের বেশকিছু সেবা দেন। এর মধ্যে উল্লেখযোগ্য মহিলা আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম, দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল, ভিজিডি কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিয়ে প্রতিরোধ। গত ১০ মাসে মানবাধিকার সংগঠন আরডিসির সহযোগিতায় অ্যাডভোকেসির মাধ্যমে ৮৫টি বাল্যবিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৫টি বাল্যবিয়ে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে। ফলে পূর্বের বছরের থেকে এ বছর অনেকাংশে বাল্যবিয়ে কমে এসেছে। এই দফতরের গত ১০ মাসে ৭০টি যৌতুক ও নারী শিশু নির্যাতন প্রতিকার চেয়ে আবেদন জমা পড়ে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত বিচারের মাধ্যমে ৬৫টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম ও নারী উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় ছাত্রছাত্রীদের মধ্যে নারী নির্যাতন, বাল্যবিয়ে, ইভটিজিং বিষয় নিয়ে মতবিনিময় করছে। মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তাদের এই কর্মতৎপরতা অব্যাহত থাকবে। অচিরেই মহেশপুরকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হবে। আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর