রাজনীতি

৭ মাস ধরে স্থগিত রাঙ্গাবালীর ছাত্রলীগের কমিটি

চলতি বছরের ২৬ এপ্রিল পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বাংলাদেশ ছাত্রলীগের কমিটি ঘোষণা করার মাত্র চার দিনের মাথায় ৩০ এপ্রিল ওই কমিটি স্থগিত করা হয়। কমিটি স্থগিত করার সাত মাস পেরিয়ে গেলেও সেখানে কোনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১৫ বছর পর পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান চলতি বছরের ২৬ এপ্রিল উপজেলায় মো. খালিদ বিন ওয়ালিদকে সভাপতি ও আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।কিন্তু কমিটি ঘোষণার মাত্র চার দিনের মাথায় কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন কমিটি স্থগিত করেন। তবে কেন কমিটি স্থগিত করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।জানা গেছে, সাংগঠনিক দুর্বলতার কারণে পটুয়াখালী জেলার আওতাধীন রাঙ্গাবালী, কলাপাড়া, দশমিনা, গলাচিপা ও বাউফলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটে ছাত্রলীগের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। ফলে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই শাখাগুলোর কার্যক্রম অনেকটাই স্থবির। দীর্ঘদিন ধরে কমিটি ঘোষণা না করায় অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় ছাত্রলীগ নেতাদের মাঝে। অনেকটাই অদৃশ্যে থাকছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।ছাত্রলীগ সূত্রে জানা গেছে, মহিপুর থানা আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই জেলা ছাত্রলীগ ওই থানায় কমিটি দেয়ায় ক্ষুব্ধ হয়ে কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। মহিপুর থানায় ঘোষিত কমিটিতে সভাপতি নজরুল ফকির বিবাহিত ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সন্তানের বাবা হওয়ায় কমিটি মেনে নেয়নি ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। তখন মহিপুর থানার কমিটি যৌক্তিক কারণে স্থগিত করা হলেও অনেকটা কারণ ছাড়াই রাঙ্গাবালী উপজেলার কমিটিও স্থগিত করা হয়। তবে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের শীর্ষ পদে যাদের মনোনীত করা হয়েছে, তারা রাজপথের পরীক্ষিত নেতা ছিলেন।ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন জাগো নিউজকে বলেন, মহিপুর থানা ও রাঙ্গাবালী উপজেলার কমিটি একসঙ্গে দেয়া হয়েছিল। তবে মহিপুরে সভাপতি হিসেবে যাকে দায়িত্ব দেয়া হয়েছিল সেই নজরুল বিবাহিত ছিল। যেটা ছাত্রলীগের গঠনতন্ত্রের পরিপন্থী। যেহেতু দুই শাখার কমিটি একত্রে ঘোষণা করা হয়েছিল তাই মহিপুর থানার পাশাপাশি রাঙ্গাবালী উপজেলার কমিটিও স্থগিত করা হয়েছে।তিনি বলেন, কমিটি ঘোষণার আগে কেন্দ্রকে জানানোর একটা প্রক্রিয়া রয়েছে। কিন্তু তখন জেলা শাখা ছাত্রলীগ কেন্দ্রকে না জানিয়েই কমিটি ঘোষণা করে। কমিটি স্থগিত করার এটাও একটা কারণ ছিল। তবে খুব শিগগিরই স্থগিত হওয়া শাখাগুলোতে কমিটি ঘোষণা করা হবে।পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে আমরা স্থগিত হওয়া কমিটিগুলো শিগগিরই দেয়ার চিন্তাভাবনা করছি। সে লক্ষ্যে আমাদের কাছ চলছে।এমএম/এআরএস/পিআর