দেশজুড়ে

সংখ্যালঘুদের উপর নিরবচ্ছিন্নভাবে হামলা চালানো হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লী পরিদর্শন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। শুক্রবার বিকেলে জাবি শিক্ষার্থী বরিন কর্মকারের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি নাসিরনগরে এসে ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লী পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে।স্থানীয় গৌরমন্দিরে প্রতিনিধি দলের প্রধান রবিন কর্মকার সাংবাদিকদের জানান, সরকার বিচ্ছিন্ন ঘটনা বললেও কক্সবাজারের রামু থেকে শুরু করে এখন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে সংখ্যালঘুদের উপর হামলা চলেছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই বারবার এ ধরনের হামলার ঘটনা ঘটছে।তিনি বলেন, আমরা প্রতিটি হামলার ঘটনায় মানববন্ধন-সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছি। যখনই কোনো হামলার ঘটনা ঘটে তখন দেশের রাজনৈতিক দলগুলো একে-অপরকে দোষারোপ করে। তবে যারাই এ ধরনের হামলার সঙ্গে জড়িত তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেনো তাদের চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। অন্তত একটি হামলারও যদি দৃষ্টান্তমূলক বিচার করা হয় তাহলে এ ধরনের হামলার ঘটনা আর ঘটবে না।এর আগে রবিন কর্মকারের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭ সদস্যের প্রতিনিধি দলটি ত্রাণ সহায়তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে নাসিরনগরে আসার পথে বেলা ১১টায় আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। গোল চত্বরে বসানো পুলিশের নিরাপত্তা চেকপোস্ট প্রতিনিধি দলের বাসটি আটকে দেয়। পরে দুপুর ২টার দিকে আলোচনা করে শর্ত সাপেক্ষে ১৪ সদস্যের এক প্রতিনিধি দলকে পুলিশের ভাড়া করা মাইক্রোবাসে নাসিরনগর পাঠানো হয়।আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস