দেশজুড়ে

টাঙ্গাইলে চোখ উপড়ে ফেলা শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দায় চোখ উপড়ে ফেলা জুয়েল (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ভাটচান্দা গ্রামের শহিদুর রহমানের ছেলে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভাটাচান্দা কবরস্থান কমিটির উদ্যোগে শুক্রবার রাতে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। জুয়েলও সেই ওয়াজ মাহফিল শুনতে যায়। রাতে ওয়াজ মাহফিল শেষে জুয়েল বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করে। সারারাত খুঁজেও জুয়েলের কোনো খবর পাওয়া যায়নি। এরপর শনিবার ভোরে স্থানীয়রা কবরস্থানের পাশে ধানক্ষেতে জুয়েলের চোখ উপড়ে ফেলা মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস