খাগড়াছড়ির মাটিরাঙ্গায়-৪০ বিজিবির গাড়ি চাপায় ফাহিমা বেগম (৩২) নামে নিউ অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। উপজেলার বেলছড়ি ইউনিয়নের বেলছড়ি অযোধ্যা সড়কের ধর্মরামবাড়ি এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা বেগম শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের স্ত্রী। নিহত ফাহিমা বেগম দুই কন্যা সন্তানের জননী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে কর্মস্থল নিউ অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন ফাহিমা। পথিমধ্যে বেলছড়ি অযোধ্যা সড়কের ধর্মরামবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা বিজিবির গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এদিকে, শিক্ষক ফাহিমা বেগমের মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রহমত উল্লাহ, বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, গোমতি ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন প্রমুখ।মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এমএস