ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার লালপুর গ্রামের একটি পুকুর থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হারুন জেলার নবীনগর উপজেলার গোসাইপুর গ্রামের মো. চিনু মিয়ার ছেলে।আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার সকালে লালপুর গ্রামে হারুন মিয়ার শশুর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। নিহত হারুন মিয়ার বিরুদ্ধে চুরিসহ নানা অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে বলেও জানান ওসি।আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি