দেশজুড়ে

চাঁদাবাজি বন্ধে উত্তরবঙ্গ ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ গঠন

বগুড়ায় অভ্যন্তরীণ সড়ক ও মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধে রাজশাহী ও রংপুর বিভাগের ট্রাক মালিক ও ট্রাক শ্রমিকদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা থেকে দুই বিভাগের ট্রাক মালিক ও শ্রমিকদের সর্বস্মতিক্রমে উত্তরবঙ্গ ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। শনিবার শহরতলীর চারমাথায় বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি, পিকআপ মালিক সমিতি ও আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন আন্তঃজেলা ট্রাক শ্রমিক পরিবহন ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মণ্ডল। সভায় জানানো হয়, অভ্যন্তরীণ সড়ক ও মহাসড়কে পুলিশের চাঁদাবাজি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চাঁদাবাজি বন্ধের জন্য মালিক ঐক্য শ্রমিক পরিষদ নামে নতুন এই সংগঠন করা প্রয়োজন। উত্তরবঙ্গের ১৬ জেলায় প্রতিদিন পুলিশের কাছে ট্রাক শ্রমিক ও মালিকদের হয়রানির শিকার হতে হচ্ছে। প্রতিবাদ করলেও তা প্রতিকারের ব্যবস্থা নিচ্ছেন না ঊধ্বর্তন কর্তপক্ষ। এ কারণে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।মতবিনিময় সভায় এসব সমস্যার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে উত্তরবঙ্গ ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়। এতে পাবনার ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে সামছুর রহমানকে সভাপতি ও বগুড়া ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে আব্দুল মতিন সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। একই সভাতেই পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।লিমন বাসার/আরএআর/আরআইপি