দেশজুড়ে

ভোলায় প্রতিবন্ধী স্কুলের যাত্রা শুরু

পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের শিক্ষিত করার লক্ষে ভোলার বোরহানউদ্দিনে চালু হয়েছে সুইড ফায়জান বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল। শনিবার বিকেলে বোহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাস ভবনে এ স্কুলের উদ্বোধন করেন সুইউ বাংলাদেশের মহাসচিব জাওয়াহেরুল ইসলাম মামুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদুস। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মহব্বত জান চৌধুরী, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন, সুইড বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জুবায়েদুর রহমান, নির্বাহী সদস্য মো. জুয়েল প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য শিক্ষাসহ সকল সুযোগ সুবিধা নিশ্চত করেছে। পৌর মেয়র রফিকুল ইসলাম প্রতিবন্ধী স্কুলকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, যে কোন প্রয়োজনে স্কুলটির পাশে থাকবো। স্কুলটি যাতে ভালোভাবে চলে সেজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার বলেন, প্রতিবন্ধীরা কারো ভাই, কারো বোন কারো বা সন্তান। তাই অবহেলা নয়, তাদের যত্ন দিয়ে গড়ে তুলতে হবে। ছোটন সাহা/এএম/আরআইপি