সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে- সাতক্ষীরা সদর থানার ১৪জন, কালারোয়া থানার পাঁচজন, তালা থানার একজন, কালিগজ্ঞ থানার দুইজন, শ্যামনগর থানার চার জন, আশাশুনি থানার দুইজন, দেবহাটা থানার একজন ও পাটকেলঘাটা থানার একজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠোনো হবে বলে তিনি জানান।আকরামুল ইসলাম/আরএআর/এমএস