দেশজুড়ে

ফরিদপুরে অস্ত্র ও বোমাসহ আসামি গ্রেফতার

ফরিদপুরে হত্যা, ডাকাতিসহ ১২ মামলার পলাতক আসামি রাজিব খান রাজুকে (৩০) ৫টি হাতবোমা ও একটি রিভলবারসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে জেলার কানাইপুর ইউনিয়নের নসিনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর শহরতলীর ওই ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে। পুলিশ সুপার সুভাষ চন্দ্রা সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ কানাইপুরের নসিনগরে সাখাওয়াত মোল্লার বাড়ি থেকে রাজুকে গ্রেফতার করে। এসময় তার ঘর থেকে একটি রিভলবার, ৫ টি তাজা হাত বোমা উদ্ধার করা হয়। রাজুর বিরুদ্ধে ফরিদপুর ও মাগুরা জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।তরুন/এফএ/এমএস