দেশজুড়ে

সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩০

সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়।জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটকদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ১০ জন, কলারোয়া থানার ৬ জন, তালা থানার ২ জন, কালিগঞ্জ থানার ৩ জন, শ্যামনগর থানার ৪ জন, আশাশুনি থানার দুইজন, দেবহাটা থানার ২ জন ও পাটকেলঘাটা থানার একজন। গ্রেফতাররা বিভিন্ন মামলার আসামী।আকরামুল ইসলাম/এফএ/এমএস