সিরাজগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে আহত নাটোর পৌরসভার ৪নং ওর্য়াড কাউন্সিলর মোস্তাক আহমেদ ভুট্টু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দুপুর দেড়টায় ঢাকায় স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। এর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মোস্তাক আহমেদ ভুট্টু শহরের কানাইখালী এলাকার সাবেক কমিশনার মৃত মোসলেম উদ্দিনের ছেলে ও নাটোর পৌরসভার ৪নং ওর্য়াড কাউন্সিলর। ঢাকার স্কয়ার হাসাপাতালের চিকিৎসক ডা. প্রফেসর সামসুল আরেফীন জানান ভুট্টুর অবস্থার অবনতি হলে গত রাত সাড়ে তিনটায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর বেলা দেড়টায় লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। তার এই মৃত্যুতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও নাটোর পৌর মেয়র শোক প্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, গত ৯ আক্টোবর মোস্তাক আহমেদ ভুট্টসহ চারজন ঢাকা থেকে প্রাইভেট কারযোগে নাটোরে ফিরছিলেন। পথে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ৬নং ব্রিজ এলাকায় পৌঁছালে সশস্ত্র ডাকাতদল বেরিকেট দিয়ে তাদের প্রাইভেটকারটির গতি রোধ করে। পরে ডাকাতদলের সদস্যরা গাড়ি থেকে নামিয়ে ধারাল অস্ত্রের আঘাতে তাদের ক্ষত বিক্ষত করে এবং তাদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। এসময় হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আহত অবস্থায় প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।রেজাউল করিম রেজা/এফএ/এমএস