দেশজুড়ে

মুন্সীগঞ্জে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত ১

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে শাহীন (৩৯) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এসময় আল আমিন নামে এক কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার বাঘড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত পুলিশ কনস্টেবলকে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।শ্রীনগর থানা পুলিেশের ওসি মাহবুবুর রহমান জানান, বাঘড়া এলাকায় সন্ত্রাসী তাজেল গ্রুপ দুইটি মোটরসাইকেল আটকে রেখেছে। পুলিশ মোটরসাইকেল উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় কনস্টেবল আল-আমিনের হাতে গুলি লাগে। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসী শাহীন ঘটনাস্থলে নিহত হন।পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।এমএএস/পিআর