দেশজুড়ে

হিজড়াদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ

শরীয়তপুরে ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম’-এর আওতায় দক্ষতার উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী দিনে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ডিডিপির কার্যালয়ে জেলা সমাজসেবার আয়োজনে ও ডোমসার ডেভেলপমেন্ট প্রোগ্রামের বাস্তবায়নে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডোমসার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ডিডিপি) সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার হিজড়াদের জীবনমান উন্নয়নের জন্য সমাজসেবার আয়োজনে ও ডিডিপির বাস্তবায়নে ৩০ জন হিজড়াকে দুই মাস প্রশিক্ষণ দেয়া হয়। এ প্রশিক্ষণে জেলার ২০ জন হিজড়াকে সেলাই মেশিন ও ১০ জনকে নগদ ১০ হাজার টাকা করে দেয়া হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজিৎ বৌদ্ধ, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা সঞ্জিত চক্রবর্তী, ডোমসার ইউনিয়নের চেয়ারম্যান চাঁন মিয়া মাদবর, ডিডিপির সভাপতি আব্দুল মান্নান সরদার, নির্বাহী পরিচালক মো. নাজমুল হুদা প্রমুখ। ছগির হোসেন/এফএ/এনএইচ/পিআর