দেশজুড়ে

সেতাবগঞ্জ সুগার মিলে এমডিকে অবরুদ্ধ করে বিক্ষোভ

দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জি. এসএম আব্দুল রশিদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে কর্মকর্তাদের সঙ্গে শ্রমিক ও কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা অভিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে মিল থেকে বের করে মিলের কার্যক্রম বন্ধ করে দেয় এবং এমডিকে বাসভবনে অবরুদ্ধ করে তার প্রত্যাহারের দাবি করে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মিলের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সুগার মিলের কর্মকর্তারা। এসময় ওই মানববন্ধনে অংশগ্রহণের জন্য শ্রমিক-কর্মচারীদের বাধ্য করা হচ্ছিল। এরই প্রতিবাদে মাইক, ব্যানার ভাঙচুরসহ শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে এক কর্মকর্তাসহ ৩ জন আহত হন। পরে শ্রমিক-কর্মচারীরা অভিযুক্ত এমডির কার্যালয়ে ভাঙচুর করে তাকে মিল থেকে বের করে দের এবং তাকে তার বাসভবনে অবরুদ্ধ করে প্রত্যাহারের দাবি জানায়। শ্রমিক-কর্মচারীদের দাবি, এমডি এই ধর্ষণ চেষ্টার ঘটনার সঙ্গে সম্পৃক্ত। আর তার অপকর্মের সঙ্গে তারা (শ্রমিক-কর্মচারীরা) নেই এবং তাকে এই মিলে প্রবেশ করতে দেয়া হবে না। উল্লেখ্য, সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারীর (আফতাব আলী) মেয়েকে পিতার প্রভিডেন্ট ফান্ডের টাকা দেয়ার কথা বলে গত ৭ নভেম্বর চিনিকলের মুর্শিদহাট খামারে আসতে বলা হয়। সেখানে গেলে ব্যবস্থাপনা পরিচালক ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি বোচাগঞ্জ থানায় অভিযোগ করলেও মামলা না নেয়ায় ওই মেয়ে দিনাজপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এমডির বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ মামলাটি এজাহার হিসেবে রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছেন। এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি