দেশজুড়ে

জেলা পরিষদ নির্বাচন : সদস্য পদে মনোনয়ন পেলেন শাফিয়া

ভোলায় জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য আসনে দল থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যক্ষ সাফিয়া খাতুন। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তার নাম ঘোষণা করা হয়। দলের ত্যাগী এই নেত্রীকে মনোনয়ন দেয়ায় সর্বমহলের বেশ প্রশংসিত হয়েছে। তিনি সদস্য পদে নির্বাচিত হলে নারীদের উন্নয়ন ও অধিকারসহ নারী সমাজের সকল সুযোগ সুবিধা নিশ্চিত হবে এমনটিই মনে করছেন সর্বস্তরের মানুষ। এদিকে, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সদস্য পদে মনোনয়ন পাওয়ায় বিভিন্ন মহল থেকে শাফিয়া খাতুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।শাফিয়া খাতুন জেলা আওয়াম লীগের সহ-সভাপতি ও ভোলা আদালতের পিপি অ্যাড. সৈয়দ আশরাফ হোসেন লাভুর স্ত্রী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আশিকের মা। শাফিয়া খাতুন ভোলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি জেলা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। দলীয় কর্মসূচিতে রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। উল্লেখ্য, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু দল থেকে মনোনয়ন পেয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাচাই ৩ ও ৪ ডিসেম্বর, প্রত্যাহার ১১ ডিসেম্বর এবং নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।ছোটন সাহা/এআরএ/আরআইপি