কানাডার ক্যালগেরি হেরিটেজের আসন্ন সংসদ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত খালিশ আহমেদ। এ নিয়ে মাগুরাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।খালিশ আহমেদের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে। নিউ ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। এ নির্বাচনে কানজারভেটিভ পার্টির মনোনিত প্রার্থী হিসেবে বব বেনজেন তার (খালিশ আহমেদ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।খালিশ আহমেদের বাবা অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক আফছার উদ্দিন আহম্মেদ জাগো নিউজকে জানান, কানাডার জনপ্রিয় রাজনৈতিক দল এনডিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে খালিশ আহমেদের নাম আলোচনায় রয়েছে। গত সংসদ নির্বাচনে খালিশ আহম্মেদ ক্যালগেরি সিগনাল থেকে এনডিপির সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। খালিশ আহমেদের জন্য দেশবাসী ও কানাডা প্রবাসী বাংলাদেশিদের একান্ত সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন তার বাবা আফছার উদ্দিন।মা খুরশিদা পারভীন জাগো নিউজকে জানান, ছাত্রজীবনে খালিশ আহমেদ হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শুরু করেন। ১৯৮৮ সালে উপজেলার আরএসকেএইচ ইনস্টিটিউশন থেকে এসএসসি পাসের পর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে পিএইচডি করতে নরওয়ে যান। সেখান থেকে একটি তেল কোম্পানিতে চাকরি নিয়ে ক্যালগেরিতে চলে আসেন। বর্তমানে কানাডায় স্ত্রী হামিদা নাসরিন, এক ছেলে ও মেয়েকে নিয়ে বসবাস করছেন খালিশ আহমেদ।উল্লেখ্য, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার হাউস অব কমন্স থেকে পদত্যাগ করলে ক্যালগেরি হেরিটেজের এই সংসদীয় আসনটি শূন্য হয়।আরাফাত হোসেন/এফএ/এনএইচ/পিআর