বগুড়ার গাবতলী উপজেলায় বেইলি সেতু ভেঙে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে আহত হয়েছে তিন মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় তিন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবার সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কের খালিশাকুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয়রা জানায়, ভোরে বগুড়া থেকে সারিয়াকান্দি যাবার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৯৩৯) বেইলি সেতু পার হবার সময় তা ভেঙে নিচে খালে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা নারী ও শিশুসহ তিন সদস্যের একটি মোটরসাইকেল পানিতে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছে। এদিকে, বেইলি সেতটিু ধসে পড়ার কারণে বগুড়ার সঙ্গে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে সকল প্রকার যানবাহন বিকল্প সড়কে ১০ থেকে ২০ কিলোমিটার দূর দিয়ে ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামকৃষ্ণ বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম জানান, ১০ চাকার একটি সিমেন্ট বোঝাই ট্রাক ওঠার ফলে সেতুটি ভেঙে গেছে। বর্তমানে সেখানে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে গাইবান্ধা থেকে একটি বেইলী সেতু এনে এখানে স্থাপন করে যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। ওই স্থানে স্থায়ী একটি সেতু নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই তার দরপত্র আহ্বান করা হবে। এআরএ/আরআইপি