জেলা পরিষদ নির্বাচনে শেরপুরে প্রশাসক পদে মনোনয়পত্র সংগ্রহ করেছেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মাছুদ। বুধবার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার নামে মনোনয়নপত্রটি নেয়া হয়। এর আগে সংরক্ষিত সদস্য পদে ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা আক্তার রূপালী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সহকারী রিটার্নি অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান চেম্বার সভাপতি মাছুদের মনোনয়নপত্র সংগহের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বুধবার পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে প্রশাসক পদে একজন ও সংরক্ষিত সদস্য পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১ ডিসেম্বর মনোনয়পত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময়। হাকিম বাবুল/এএম/আরআইপি