চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জনতাপাড়ায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রেল ইঞ্জিন থেকে চোরাইকৃত ৩৭০ লিটার ডিজেলসহ দুইজনকে আটক করেছে র্যাব।আটকরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জনতাপাড়ার রিয়াজ উদ্দীনের ছেলে আজিজুল হক (৬০) ও সাইদুর রহমানের ছেলে পিয়ারুল ইসলাম (৩৫)।বুুধবার র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা এএসপি নূরে আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে আমনুরা জনতা পাড়ায় অভিযান চালায় র্যাব।এ সময় আজিজুল ও পিয়ারুলকে আমনুরা রেলস্টেশনের ইঞ্জিন থেকে চোরাইকৃত ৩৭০ লিটার ডিজেলসহ আটক করা হয়।মোহা. আব্দুলাহ/এএম/আরআইপি