টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- মির্জাপুর পৌর এলাকার পোস্টকামুরী পূর্বপাড়া (সওদাগড়পাড়া) এলাকার বাবুল মিয়ার ছেলে আব্দুল লতিফ মিয়া (২০), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. হাসেম মিয়া (২৫) ও গোড়াই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মো. ফিরোজ মিয়া (৩০)। মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সদরের সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে লতিফ ও হাসেমকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। অপরদিকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ উপজেলার গোড়াই এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ফিরোজ মিয়াকে গ্রেফতার করে।এস এম এরশাদ/এএম